১১ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
শুক্রবার | সকাল ১০:৩৯
Search
Close this search box.
Search
Close this search box.
স্বপ্নের পদ্মা সেতু এখন চোখের সামনে
খবরটি শেয়ার করুন:

দ্রুত গতিতে এগিয়ে চলছে পদ্মা সেতুর কাজ। ভাসমান ক্রেনের সাহায্যে বহণ করে আনা সুপার স্ট্রাকচার(স্প্যান) ৩৭ ও ৩৮ নং পিললারের উপর বসানো হয়েছে।

শনিবার (৩০ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে পিলারের উপর উচ্চতায় এনে বসানো হয় স্প্যান।

এর আগে গত দুইদিন পিলারের উপর বেয়ারিংয়ের কাজ ও পিলারের কাছে ড্রেজিং করা হয়।

এছাড়াও তিনি জানান, সম্পুর্নরুপে সুপার স্ট্রাকচারটি বসাতে আরো সময় লাগবে। পদ্মা সেতু দৃশ্যমান হওয়ার সাথে জড়িত থাকতে পেরে আনন্দের জোয়ার বইছে দেশে বিদেশি প্রকৌশলীসহ সংশ্লষ্টিদের মাঝে।

পদ্মা সেতু প্রকল্পের প্রকল্প পরিচালক শফিকুল ইসলাম বলেন, দেশি বিদেশি কর্মরত প্রকৌশলীরাও খুবই আনন্দিত, তাদের অক্লান্ত পরিশ্রমের কারনে পদ্মা সেতু দৃশ্যমান হয়ছে।

এখন পর্যন্ত পদ্মা সেতু প্রকল্পের সার্বিক কাজ অগ্রগতি হয়েছে ৪৭ শতাংশ।

error: দুঃখিত!