সৌদির সাথে মিল রেখে মুন্সিগঞ্জের বিভিন্ন এলাকায় ঈদ পালন
মুন্সিগঞ্জ, ২১ এপ্রিল ২০২৩, বিশেষ প্রতিনিধি (আমার বিক্রমপুর) সৌদি আরবের সাথে মিল রেখে মুন্সিগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় আজ শুক্রবার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। সকালে বিভিন্ন এলাকায় ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ এপ্রিল) এসব গ্রামের মানুষ রোজা না রেখে সকালে ঈদের জামাত আদায় করেন। সৌদি আরবের সাথে মিল রেখে মুন্সিগঞ্জে ঈদ জামাত। ছবি: আমার বিক্রমপুর। জানা গেছে, সদর উপজেলার শিলই ইউনিয়নের শিলই গ্রামে শিলই কাজীবাড়ি দারুসসুন্নাত ইসলামিয় দাখিল মাদরাসা মাঠে সকাল ৯টা’র দিকে ঈদ জামাত অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় শতাধিক লোকজন অংশ নেন। আধারা ইউনিয়নের মিঝিকান্দি, মোল্লাকান্দি ইউনিয়নের আনন্দপুর, কংসপুরা, সিরাজদিখানের মালখানগর এলাকাতেও ঈদ জামাতের খবর...
13
মুন্সিগঞ্জ, ২১ এপ্রিল ২০২৩, বিশেষ প্রতিনিধি (আমার বিক্রমপুর)
সৌদি আরবের সাথে মিল রেখে মুন্সিগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় আজ শুক্রবার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। সকালে বিভিন্ন এলাকায় ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২১ এপ্রিল) এসব গ্রামের মানুষ রোজা না রেখে সকালে ঈদের জামাত আদায় করেন।

জানা গেছে, সদর উপজেলার শিলই ইউনিয়নের শিলই গ্রামে শিলই কাজীবাড়ি দারুসসুন্নাত ইসলামিয় দাখিল মাদরাসা মাঠে সকাল ৯টা’র দিকে ঈদ জামাত অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় শতাধিক লোকজন অংশ নেন। আধারা ইউনিয়নের মিঝিকান্দি, মোল্লাকান্দি ইউনিয়নের আনন্দপুর, কংসপুরা, সিরাজদিখানের মালখানগর এলাকাতেও ঈদ জামাতের খবর পাওয়া গেছে।
এছাড়া জেলার বিভিন্ন এলাকায় সৌদি আরবের সাথে মিল রেখে পবিত্র ঈদুল ফিতর উদযাপনের প্রচলন রয়েছে।


