১৩ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শুক্রবার | রাত ১০:২৫
Search
Close this search box.
Search
Close this search box.
২৪ ঘন্টায় পদ্মাসেতু পার হয়েছে প্রায় ৯ হাজার মোটরসাইকেল
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ২১ এপ্রিল ২০২৩, বিশেষ প্রতিনিধি (আমার বিক্রমপুর)

পদ্মাসেতুতে মোটরসাইকেল চলাচল খুলে দেয়ার পর গতকাল বৃহস্পতিবার ভোর ৬ টা থেকে আজ শুক্রবার ভোর ৬টা পর্যন্ত পদ্মা সেতু পার হয়েছে ৮ হাজার আটশো ৭৩ টি মোটরসাইকেল। অন্যদিকে সেতুর জাজিরা প্রান্ত থেকে ঢাকায় ঢুকেছে ৩১৬৯ টি মোটরসাইকেল।

পদ্মা সেতুর ‍অতিরিক্ত পরিচালক আমিরুল হায়দার চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, দ্বিতীয় দফা সেতুতে মোটরসাইকেল উন্মুক্ত করে দেয়ার পর মোট ১২ হাজার ৪২ টি মোটরসাইকেল পারাপার করেছে। এতে টোল আদায় হয়েছে ১২ লাখ ৪ হাজার দুইশো টাকা৷ এছাড়া গতকাল রাত ১২ টা পর্যন্ত ২৪ ঘন্টায় সেতু পার হয়েছে ৩৪ হাজার দুইশো ৬৮টি যানবাহন। যা থেকে টোল আদায় হয়েছে ৩ কোটি ৭৩ লাখ ৪৮ হাজার চারশো টাকা।

এদিকে শুক্রবার ভোর সকালের দিকে পদ্মাসেতু উত্তর টোল প্লাজায় ঈদে ঘরমুখো মোটরসাইকেল চালকদের চাপ থাকলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

প্রসঙ্গত, গত বছর প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতু উদ্বোধনের পরদিন ২৬ জুন যান চলাচলের জন্য সেতু উন্মুক্ত করে দেয়া হয়। ঐদিন রাতেই মোটরসাইকেল দুর্ঘটনায় দুজনের মৃত্যু হলে ২৭ জুন ভোর থেকে পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ করে সেতু বিভাগ। এর প্রায় দশ মাস পর প্রধানমন্ত্রীর নির্দেশে বৃহস্পতিবার (২০ এপ্রিল) ভোর ৬টা থেকে পদ্মাসেতুতে মোটরসাইকেল চলাচল শুরু হয়।

error: দুঃখিত!