১৮ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ
বুধবার | বিকাল ৫:২২
সুপারমার্কেটে রিকশাচালক ও সাধারণ মানুষের মাঝে ঠান্ডা শরবত বিতরণ
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ২৩ মে ২০২৫, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জ শহরের সুপার মার্কেট এলাকায় ভ্রাম্যমাণ রিকশাচালক ও সাধারণ প্রায় ৩০০ মানুষকে চিনি, স্যালাইন ও লেবু মিশ্রিত ঠান্ডা শরবত খাইয়েছে ‘মুন্সিগঞ্জ স্বেচ্ছাসেবী সংস্থা’ নামের একটি সংগঠন।

আজ শুক্রবার দুপুর ১২টা থেকে দেড়টা পর্যন্ত চলে এই কার্যক্রম। এসময় সংগঠনের ১৫-২০ জন স্বেচ্ছাসেবী অংশ নেন।

সংস্থার প্রতিষ্ঠাতা ইয়াকুব খান জানান, তাপমাত্রা বৃদ্ধির ফলে সৃষ্ট গরমের কারণে রাস্তাঘাটে চলাচলকারী সাধারণ মানুষের হাঁসফাঁস অবস্থা হয়। তাছাড়া বেশি অসুবিধা হয় খেটে খাওয়া মানুষ ও রিকশাচালকদের। তাদের তৃপ্তি দেয়ার জন্যই আমাদের এই আয়োজন। যাতে আরো যারা আছেন, ভালো কাজে তারা যেন উৎসাহিত হন এবং মানুষের পাশে দাঁড়ান।