১৬ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
রবিবার | দুপুর ১২:৩৬
সিলেটে বন্যার্তদের জন্য মুন্সিগঞ্জ থেকে গেল ত্রাণ সামগ্রী
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ২২ জুন, ২০২২, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মদিনা ফেব্রিক্স এর চেয়ারম্যান শিল্পপতি আরাফাত রহমানের উদ্যোগে ও প্রতিভাবান সংগঠনের আয়োজনে, নয়াগাও পশ্চিমপাড়া ব্যাবসায়ীদের সহযোগিতায় বন্যা কবলিত সিলেট-সুনামগঞ্জের ৪০০ মানুষের জন্য ত্রাণ সামগ্রী পাঠানো হয়েছে।

আজ রাত ৮ টা’র দিকে সিলেটের উদ্দেশ্যে মুন্সিগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের নয়াগাও এলাকা থেকে ত্রাণবাহী একটি ট্রাক ছেড়ে যায়।

ত্রাণ সামগ্রীর মধ্যে ছিলো চিড়া, মুড়ি, বিশুদ্ধ পানি, বন রুটি, বাটার বন, গুড়া দুধ, টোষ্ট বিস্কুট, সল্টেজ বিস্কুট, মোমবাতি, দিয়াশলাই ও প্রয়োজনীয় ঔষধ।

ব্যবসায়ী আরাফাত রহমান জানান, বন্যা কবলিত দুর্গত সিলেট-সুনামগঞ্জের মানুষের পাশে দাড়ানোর উদ্দেশ্যে মানবিক কর্মসূচির অংশ হিসেবে আমরা এ উদ্যোগ নিয়েছি। গতকাল আমাদের প্রথম চেষ্টা সফল হয়েছে। যতদিন পরিস্থিতি স্বাভাবিক না হয় বন্যা কবলিত মানুষের পাশে আমরা আমাদের সর্বাত্মক চেষ্টা দিয়ে পাশে থাকবো।

error: দুঃখিত!