২৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
মঙ্গলবার | দুপুর ২:০০
সিরাজদিখান উপজেলা ছাত্রলীগের পদ পেয়েই একের পর অপকর্মে লিপ্ত হয়ে পড়েছে সৈকত
খবরটি শেয়ার করুন:

নিজস্ব প্রতিবেদকঃ সিরাজদিখান উপজেলা ছাত্রলীগের পদ পেয়েই একের পর অপকর্মে লিপ্ত হয়ে পড়েছেন বর্তমানে সিরাজদিখান উপজেলা ছাত্রলীগের সভাপতি সৈকত (২৮)।

সৈকত এর প্রতাপে সাধারন ছাত্রলীগের কর্মীরা দলীয় মিটিংয়ে তাদের মতামত দিতে পারেন না। সৈকত এর বিরুদ্ধে আছে মাদক ব্যাবসায় যোগসাজশের অভিযোগও । দীর্ঘদীন ধরে সিরাজদিখানের বড় একটি ইয়াবার সিন্ডিকেট নিয়ন্ত্রন করেন সৈকত ও তার লালিত নেতাকর্মীরা।

আর এবার সিরাজদিখান উপজেলা ছাত্রলীগের সভাপতি পদ পেয়েই ধারালো অস্র দিয়ে কুপিয়েছেন সাবেক কমিটির সহ-সভাপতি রবিন (২৮) কে। এই ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হলেও ক্ষমতাসীন দল হওয়ায় পুলিশ এখন পর্যন্ত কাওকে গ্রেফতার করেনি।

এবিষয়ে জানতে চাইলে সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ারদৌস হাসান জানান, ঘটনা যেই ঘটিয়ে থাকুক পুলিশ তাকে গ্রেফতারে সর্বেোচ্চ চেষ্টা চালিয়ে  যাচ্ছে।

অন্যদিকে খোজ নিয়ে জানা গেছে, ঘটনার পর থেকে সৈকত এলাকা ছেড়ে পালিয়েছে। সৈকত এর একজন আত্মীয় নাম প্রকাশ না করার শর্তে জানান-সৈকত ছোটবেলা থেকেই একটু অতিরিক্ত রাগী টাইপের ছেলে। ও হঠাৎ হঠাৎ অঘটন ঘটিয়ে ফেলে। তাই ছোটবেলা থেকেই সৈকত এর পিতা সৈকত কে নিয়ে দুঃশ্চিন্তা’য় থাকতেন।

error: দুঃখিত!