মুন্সিগঞ্জ, ২৪ জানুয়ারি, ২০২১, সিরাজদিখান প্রতিনিধি (আমার বিক্রমপুর)
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে মুন্সিগঞ্জের সিরাজদিখানে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে জমি ও ঘর বুঝে পেয়েছে ২৫ টি পরিবার।
গতকাল (২৪ জানুয়ারি) শনিবার সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি অনুষ্ঠানের মাধ্যমে ৬৯ হাজার ৯০৪ টি ঘর বিতরণ উদ্বোধন করেন।
সিরাজদিখান উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলার ২৫টি গৃহহীন পরিবারের হাতে প্রধানমন্ত্রীর উপহার গৃহের সনদ সহ পর্চা তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুন্সিগঞ্জ জেলা ম্যাজিস্ট্রেট খান মোঃ নাজমুস শোয়েব, উপজেলা চেয়ারম্যান হাজী মহিউদ্দিন আহম্মেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফয়েজুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মঈনুল হাসান নাহিদ, মহিলা ভাইস চেয়ারম্যান তাহমিনা আক্তার তুহিন, এসিল্যান্ড সাব্বির আহম্মেদ সাজ্জাদ, উপজেলা প্রকৌশলী শোয়াইব বিন আজাদ, পিআইও আইমিন সুলতানা, সহকারী প্রোগ্রামার শারমিন আক্তারসহ, ইউপি চেয়ারম্যান, শিক্ষক, সাংবাদিক ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ।