২২শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
শনিবার | বিকাল ৩:১৫
সিরাজদিখানে ধান ক্ষেত থেকে অজ্ঞাত মহিলার বিবস্ত্র লাশ উদ্ধার
খবরটি শেয়ার করুন:

সিরাজদিখানে অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার করেছে পুলিশ।

উপজেলার জৈনসার ইউনিয়নের পশ্চিম চম্পকদী গ্রামে একটি জমিতে পানির মধ্যে বিবস্ত্র অবস্থায় লাশটি পরেছিল।

বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে এলাকাবাসী দেখে পুলিশকে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। দুপুরে ময়না তদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

সিরাজদিখান থানার ওসি (প্রশাসন) আবুল কালাম জানান,খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। অজ্ঞাত মহিলার লাশটি বিবস্ত্র অবস্থায় ছিল। শুধু নাকফুল আছে। তার অনুমান বয়স হবে ৩৫ বছর। লাশটি ২ দিন আগের মনে হয় তবে এখানে গতরাতে ফেলে গেছে বলে ধারণা করা হচ্ছে। মামলা প্রক্রিয়াধীন।

error: দুঃখিত!