মুন্সিগঞ্জ, ৭ আগষ্ট, ২০২০, সিরাজদিখান প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের সিরাজদিখানে ঘাস কাটা কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ আহত হয়েছে ৪ জন।
গত বুধবার বিকালে উপজেলার লতব্দী ইউনিয়নের রামানন্দন গ্রামে এ ঘটনা ঘটে।
জানা যায়, গত ৪ আগষ্ট দুলাল মোল্লা (৫৫) ও জাকির মোল্লা (৫০) এর মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতি হলে স্থানীয় ভাবে মিমাংসা করে দেয়। পরের দিন ৫ আগষ্ট দুলাল মোল্লার শশুর বাড়ির লোকজন কামরুজ্জামান কামুর নেতৃত্বে জাকির মোল্লার বাড়িতে হামলা চালিয়ে ঘরের আসবাবপত্র ভাংচুর ও লুটপাট করে।
পরে কামুর নেতৃত্বে লোকজন নিয়ে মোল্লাবাড়ী গিয়ে বাড়ীঘর ভাংচুরসহ মসজিদে হামলা করে জানালার কাচ, দেয়ালের টাইলস ভাংচুর করে।
দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দিলে পুলিশ গিয়ে পরিস্তিতি স্বাভাবিক করে। এই হামলায় নারীশিশু সহ ৪ জন আহত হয়েছে।
এ ঘটনায় মোল্লাবাড়ীর জাকির মোল্লা (৫০), সুরুজ্জামান (৩৫), মাফির আলীর ছেলে রায়হান (১০), মৃত হাসমত আলী মোল্রার ছেলে মো. আসলাম হোসেন মোল্লা (৪৮) ও নজরুলের স্ত্রী মাসুদা বেগম (৩৫) আহত হয়।
গতকাল বৃহস্পতিবার কামুর বাড়ীর সামনে দিয়ে যাতায়াতের একমাত্র রাস্তা হওয়ায় মোল্লাবাড়ীর লোকজন যাতায়াত বন্ধ করে দিয়েছে। যাকে পায় তাকেই মারধর করছে।
লতব্দী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাফেজ ফজলুল হকের সহযোগী হিসেবে পরিচিত যুবলীগের নাম ভাঙ্গীয়ে কামরুজ্জামান কামুর লাঠিয়াল বাহীনি দিয়ে এলাকায় মারামারিসহ বিভিন্ন অপকর্ম করছে।
সিরাজদিখান থানার ওসি মো. ফরিদ উদ্দিন জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। একপক্ষ থানায় অভিযোগ করেছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।