১৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শুক্রবার | রাত ১২:২৪
সিরাজদিখানে জেল হত্যা দিবস উপলক্ষে দোয়া
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ৪ নভেম্বর, ২০২০, সিরাজদিখান প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের সিরাজদিখানে শোকাবহ জেল হত্যা দিবসে শহীদদের বিদেহী আত্নার মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

সিরাজদিখান উপজেলা যুবলীগের আয়োজনে মঙ্গলবার ৩ নভেম্বর দুপুরে উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক মাসুদ লস্করের নিজ বাড়ীতে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

দোয়া মোনাজাত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মুন্সিগঞ্জ জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ফেরদৌস আলম খান, উপজেলা যুবলীগের আহবায়ক মঈনুল হাসান নাহিদসহ উপজেলা যুবলীগের সকল সদস্যবৃন্দ।

এছাড়া আরো উপস্থিত ছিলেন, জেলার শ্রীনগর, লৌহজং, মুন্সিগঞ্জ সদর, টংগীবাড়ি, গজারিয়া উপজেলা যুবলীগের সভাপতি সাধারণ সম্পাদক ও সিরাজদিখান উপজেলার ১৪ টি ইউনিয়ন ইউনিয়ন যুবলীগ সভাপতি ও সাধারণ সম্পাদকসহ যুবলীগের সকল নেতৃবৃন্দ।

উল্লেখ্য, ১৯৭৫ সালের এই দিনে ঢাকা কেন্দ্রীয় কারাগারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আজীবন রাজনৈতিক সহযোদ্ধা ও মহান মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, এম. মুনসুর আলী ও এইচ.এম কামারুজ্জামানকে নির্মমভাবে হত্যা করা হয়।

error: দুঃখিত!