মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলা জামায়াতের ইসলামীর নায়েব আমির আব্দুল আওয়াল জিহাদীকে কারাগারে পাঠানো হয়েছে।
শনিবার (৩১ অক্টোবর) দুপুর ১টার দিকে তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়।
এর আগে শুক্রবার (৩০) রাত ১০টার দিকে উপজেলার মালখানগর থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
তিনি উপজেলার মালখানগর গ্রামের বাসিন্দা।
সিরাজদিখান থানার উপ পরিদর্শক (এসআই) রুহুল আমিন জানান, নাশকতামূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কারণে আব্দুল আওয়াল জিহাদীকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া এ ঘটনায় সিরাজদিখান থানায় মামলা হয়েছে।
বাংলানিউজ