মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়ন ও মালখানগর বিশ্ববিদ্যালয় কলেজ শাখার ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে মালখানগর ইউনিয়নের আওয়ামী লীগের কার্যালয়ে এ সম্মেলন হয়।
মালখানগর ইউনিয়নের ছাত্রলীগের সাধারণ সম্পাদক আহসান ইসলামের সভাপতিত্বে সন্মেলন উদ্বোধন করেন সিরাজদীখান উপজেলা ছাত্রলীগের সভাপতি সৈকত মাহমুদ।
এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি উপজেলা চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম সোহরাব, উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম, একই ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি আনিসুর রহমান মৃধা, সাধারণ সম্পাদক মাসুদ খান, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক পারভেজ চোকদারসহ উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতারা।
সম্মেলনে আগামী ১ বছরের জন্য মালখানগর ইউনিয়নয় ছাত্রলীগের সভাপতি পদে শফিকুর রহমান তমাল ও সাধারণ সম্পাদক মামুন হোসেন এবং মালখানগর বিশ্ববিদ্যালয় কলেজ শাখার সভাপতি পদে আকাশ আহমেদ রোবেল ও সাধারণ সম্পাদক ওমর ফারুক রাজকে নির্বাচিত করে কমিটি ঘোষণা করা হয়।