মুন্সিগঞ্জ ১০ অক্টোবর, ২০১৯, সিরাজদিখান প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের সিরাজদিখানে গত ১৩ সেপ্টম্বর বাড়ী থেকে উঠিয়ে নিয়ে দুই গৃহবধূকে কোপানোর ঘটনায় হওয়া মামলার এজাহার নামীয় ১নং আসামী ছাইফুল ইসলাম (৩২) কে গ্রেফতার করেছে র্যাব ও থানা পুলিশ।
গৃহবধূকে কোপানোর ঘটনায় হওয়া মামলার এজাহার নামীয় আসামী সেলিম সহ অন্যান্য আসামীরা এখনো পলাতক রয়েছে।
গ্রেফতারকৃত সাইফুল ইসলাম উপজেলার চালতিপাড়া গ্রামের কাজিম উদ্দিনের পুত্র।
সিরাজদিখান থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আজিজুল হক হাওলাদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ছাইফুলের বিরুদ্ধে সিরাজদিখান থানায় একাধীক মামলা রয়েছে।
বৃহস্পতিবার র্যাব এবং পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে স্বক্ষম হয়। তাকে কোর্টে প্রেরণ করা হয়েছে এবং অন্যান্য আসামীদের ধরার জন্য আমাদের অভিযান অব্যাহত আছে।