মুন্সিগঞ্জ, ১ জুন, ২০২০, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জ সদরের সিপাহীপাড়া মার্কেট মালিক ও ব্যবসায়ী সমিতির নতুন কমিটি ঘোষনা করা হয়েছে।
রোববার (৩১ মে) সিপাহীপাড়ায় এই নতুন কমিটি নির্বাচন করা হয়। এতে নবনির্বাচিত সভাপতি নির্বাচিত হয়েছেন আলহাজ্ব মনছুর আহাম্মেদ কালাম ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন হাজী মোঃ পারভেজ বেপারী।
কমিটির অন্যান্যরা হলেন– সিনিয়র সহ সভাপতি সানাউল্লাহ বেপারী, সহ সভাপতি মোঃ সানি, সহ সভাপতি হাজী নান্নু তালুকদার, সহ সভাপতি মর্জিনা, সহ সভাপতি হাজী রোস্তম আলী, হাবিব মন্ডল, সাহাজান সাজু, ডাঃ সোয়েল আহম্মদ।
যুগ্ম সাধারণ সম্পাদক- হাজী গিয়াস উদ্দিন দেওয়ান, শিহাব আহমেদ, মোঃ সুমন খান মোঃ মামুন মন্ডল, কবির মীর।
সাংগঠনিক সম্পাদক- হাজী সেন্টু ভূইয়া, ফরহাদ তালুকদার, শামিম বেপারী, মিল্লাত দেওয়ান, মোঃ আব্বাস।
কোষাধ্যক্ষ চঞ্চল শেখ, কামাল দেওয়ান। বিশেষ সম্পাদক আনিছ শিকদার হাজী আবু হানিফ, ফারুক হালদার, চিস্তিয়া বেপারি, শরিফ ঢালী, রোবেল আহম্মেদ। কমিটিতে মোট ৬৩ জনকে সদস্য রাখা হয়েছে।