১৪ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শনিবার | রাত ৪:৩৩
Search
Close this search box.
Search
Close this search box.
এসএসসিতে মুন্সিগঞ্জের সেরা ১০ স্কুল
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ৩১ মে, ২০২০, আরাফাত রায়হান সাকিব (আমার বিক্রমপুর)

দেশব্যাপি একযোগে প্রকাশিত হয়েছে এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল। প্রাপ্ত ফলাফল অনুযায়ী মুন্সিগঞ্জ জেলার এ বছরের এসএসসি পরিক্ষায় সাফল্য অর্জনকারী সেরা ১০টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে সদর উপজেলায় ২টি, গজারিয়া উপজেলায় ২টি, শ্রীনগর-২টি, সিরাজদিখান-৩টি ও লৌহজং উপজেলায় ১টি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে।

তালিকায় প্রথম অবস্থানেই রয়েছে প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহমেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজ। এবছর এ শিক্ষা প্রতিষ্ঠান থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেয় ২০৩জন, যাদের সকলেই উত্তীর্ন হয়েছে। অর্থাৎ পাসের হাড় ১০০%। এদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৪৫জন।

২য় অবস্থানে রয়েছে সিরাজদিখানের ইছাপুরা মডেল উচ্চ বিদ্যালয়। পাসের হার ১০০%, উর্ত্তীন হয়েছে ১৩৩জন, জিপিএ-৫ পেয়েছে ১২জন।

৩য় গজারিয়ার গুয়াগাছিয়া উচ্চ বিদ্যালয়। এ শিক্ষা প্রতিষ্ঠান থেকেও এবছর ৬৫জন পরিক্ষার্থী অংশ নেয় এবং শতভাগ উর্ত্তীণ হয়েছে। তবে কেউ জিপিএ-৫ পায়নি।

৪র্থ অবস্থানে মালখানগর উচ্চ বিদ্যালয়- পাসের হার ৯৯.০৪%, উর্ত্তীন হয়েছে ১০৩জন , জিপিএ-৫ পেয়েছে ১৫জন।

৫ম অবস্থানে রনছ রহিতপুর উচ্চ বিদ্যালয়ে পাসের হার ৯৮.৭৭%, উর্ত্তীন হয়েছে ১৬১জন, জিপিএ-৫ পেয়েছে ১জন।

ষষ্ঠ গজারিয়া পাইলট মডেল স্কুল। পাসের হার ৯৮.৩৩%, উর্ত্তীন হয়েছে ১৫২জন , জিপিএ-৫ পেয়েছে ১০জন।

সপ্তম অবস্থানে শ্রীনগর উপজেলার হোগলা গাও আবুল হাশেম উচ্চ বিদ্যালয়। পাসের হার ৯৮.৩১%, উর্ত্তীন হয়েছে ৫৮জন, জিপিএ-৫ পেয়েছে ১১জন।

অষ্টম অবস্থানে লৌহজংয়ের কাজির পাগলা এটি ইন্সষ্টিটিউশন পাসের হার ৯৮.১৮%, উর্ত্তীন হয়েছে ১০৮জন, জিপিএ-৫ কেউ পায়নি।

নবম বেলতলী জি.জে উচ্চ বিদ্যালয় পাসের হার ৯৭.৪৮%, উর্ত্তীন হয়েছে ৫৫জন , জিপিএ-৫ পেয়েছে ৬জন।

দশম অবস্থানে সিরাজদিখানের মাস্টার অবঃ রহমান উচ্চ বিদ্যালয় পাসের হার ৯৭.৩৩%, উর্ত্তীন হয়েছে ৭৩জন, জিপিএ-৫ পেয়েছে ১জন।

error: দুঃখিত!