বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে দলের সিনিয়র নেতাদের বৈঠক ডাকা হয়েছে।
আজ রোববার রাত ৯টায় গুলশান কার্যালয়ে এই বৈঠক হবে।
দুপুরে চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার বিষয়টি নিশ্চিত করেন। খালেদা জিয়ার লন্ডন যাওয়ার আগে এই বৈঠকের আহ্বান করা হয়।
তিনি জানান, দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে বিএনপি চেয়ারপারসন দলের সিনিয়র নেতাদের তার গুলশান রাজনৈতিক কার্যালয়ে ডেকেছেন। সেখানে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে।
এছাড়া রাত সাড়ে ৮টায় বিএনপি চেয়ারপারসনের সঙ্গে দেখা করতে সৌদি রাষ্ট্রদূত তার কার্যালয়ে আসবেন।