১৪ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
সোমবার | দুপুর ১২:১৪
Search
Close this search box.
Search
Close this search box.
সমালোচনার মুখে নৌমন্ত্রীর বক্তব্য প্রত্যাহার
খবরটি শেয়ার করুন:

পহেলা বৈশাখে নারীদের যৌন নিপীড়নের ঘটনাকে ‘তেমন বিষয় না’ বলে করা মন্তব্য প্রত্যাহার করে নিয়েছেন নৌমন্ত্রী শাজাহান খান।

আন্তর্জাতিক নারী দিবসে মঙ্গলবার এক অনুষ্ঠানে তার এই বক্তব্য ঘিরে তুমুল সমালোচনা হচ্ছে। তার মধ্যেই বুধবার নৌ পরিবহন মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে বক্তব্য প্রত্যাহারের কথা জানায়।

এতে বলা হয়, “পহেলা বৈশাখে নারীদের লাঞ্ছনার বিষয়ে মন্ত্রী তার বক্তব্যে যা বোঝাতে চেয়েছেন তা সঠিকভাবে উপস্থাপিত হয়নি।

“এ বিষয় নিয়ে জনমনে বিভ্রান্তি দেখা দেওয়ায় তিনি (নৌমন্ত্রী) সে বক্তব্য প্রত্যাহার করে নিয়েছেন।”

এই বক্তব্যকে কেন্দ্র করে কেউ মনে কষ্ট পেয়ে থাকলে সেজন্য দুঃখও প্রকাশ করেছেন শাজাহান খান।

মঙ্গলবারের ওই অনুষ্ঠানে পহেলা বৈশাখে নারীদের যৌন নিপীড়নের ঘটনাকে ‘তেমন বিষয় না’ বলে মন্তব্যের ব্যাখ্যায় শাজাহান খান বলেছিলেন, “পহেলা বৈশাখে অনেক মানুষ রাস্তায় থাকি।

“কোটি কোটি মানুষের এই দেশে ঢাকা শহরে প্রায় দুই কোটি মানুষ থাকে। তার মধ্যে এমন কী ঘটনা ঘটেছে একটা সংবাদ হওয়ার মতো ঘটনা। একটা টুকিটাকি ঘটনা হতেই পারে। এতগুলো মানুষের মধ্যে এটা তেমন কোনো বিষয়ই না।”

গত বছর পহেলা বৈশাখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় নারীদের যৌন নিপীড়নের ঘটনায় দেশজুড়ে সমালোচনার ঝড় বয়ে গিয়েছিল।

error: দুঃখিত!