মুন্সিগঞ্জ, ৫ অক্টোবর ২০২৩, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস বলেছেন, সন্ত্রাস, মাদক, দুর্নীতিবাজ ও সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকের বিজয় নিশ্চিত করে উন্নয়ন ও সমৃদ্ধির ধারাকে সমুন্নত রাখতে হবে।
গতকাল বুধবার (৪ অক্টোবর) গজারিয়া উপজেলার জামালদি, মেঘনা পুরাতন ঘাট, ভবেরচর, হোসেন্দী ও টেঙ্গারচরসহ বিভিন্ন এলাকায় গণসংযোগকালে এ কথা বলেন তিনি।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রেফায়েতুল্লাহ খান তোতা, উপজেলা ভাইস চেয়ারম্যান আতাউর রহমান নেকি খোকন, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল খায়ের মোহাম্মদ আলী খোকন, কামরুল হাসান ফরায়েজী, ইঞ্জিনিয়ার সাহিদ মো. লিটন, মিজানুর রহমান প্রধান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মমিনুল হক টিটু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মোজাম্মেল হক, সাধারণ সম্পাদক সারওয়ার হোসেন, হোসেন্দী ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক খ ম শাহীন উদ্দিন প্রমুখ।
মৃণাল কান্তি দাস বলেন, সফল রাষ্ট্রনায়ক বঙ্গবন্ধুকন্যা জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা এমপির নেতৃত্বে পাহাড় সমান চ্যালেঞ্জ ও প্রতিবন্ধকতা মোকাবিলা করে বাংলাদেশ আজ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল রাষ্ট্রে উন্নীত হয়েছে। এক সময়ের খাদ্য ঘাটতির দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের মধ্য দিয়ে তরুণদের শ্রম, মেধা এবং প্রাণশক্তির যথাযথ ব্যবহার এবং তরুণ-তরুণীদের মেধা ও প্রতিভা বিকাশের অবারিত সুযোগ সৃষ্টির মাধ্যমে তাদেরকে দক্ষ মানবসম্পদে পরিণত করতে রাষ্ট্রনায়ক শেখ হাসিনা বহুমাত্রিক পদক্ষেপ গ্রহণ করেছেন। জননেত্রী শেখ হাসিনার মেধা-মনন সততা-নিষ্ঠা দক্ষতা কর্মকৌশল ও দূরদর্শী নেতৃত্বে সুখী সমৃদ্ধ রাষ্ট্র বিনির্মাণের অভিযাত্রায় অপ্রতিরোধ্য গতিতে উন্নয়নের মহাসড়কে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ।
তিনি আরও বলেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যখন একটি অসাম্প্রদায়িক প্রগতিশীল উন্নত-সমৃদ্ধ শান্তিপূর্ণ রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হচ্ছে ঠিক তখন এক শ্রেণির স্বার্থান্বেষী মানুষ নানা ধরনের অপতৎরতায় লিপ্ত রয়েছে। সাম্প্রদায়িকতাকে উস্কে দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে। দুর্নীতি-সন্ত্রাস এবং মিথ্যাচারের মাধ্যমে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে। এদের বিরুদ্ধে সকলকে সতর্ক থাকতে হবে।
তিনি বলেন, বিএনপি-জামাত অপশক্তি একটি অসাম্প্রদায়িক প্রগতিশীল শান্তিপূর্ণ কল্যাণকর ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের প্রধান অন্তরায়। সরকার এবং দেশের জনগণের বিরুদ্ধে বিএনপি নেতারা লাগাতার মিথ্যাচার-অপপ্রচার চালিয়ে যাচ্ছে। ধ্বংসাত্মকমূলক অপরাজনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত থেকে উন্নয়ন ও অগ্রগতিকে বাধাগ্রস্ত করতে নানামুখী ষড়যন্ত্র-চক্রান্ত চালাচ্ছে। এদের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।
তিনি বলেন, বঙ্গবন্ধুকন্যা জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়ন ও অগ্রগতির ধারাকে সমুন্নত রেখে আগামী প্রজন্মের জন্য একটি সুখি-সমৃদ্ধশালী শান্তিপূর্ণ দেশ বিনির্মাণে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আবারও নৌকা প্রতীকের বিজয় সুনিশ্চিত করতে হবে।