৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
বুধবার | রাত ৮:০৬
সকাল থেকেই গ্যাস সংকটে মুন্সিগঞ্জ শহরবাসী
খবরটি শেয়ার করুন:

নিজস্ব প্রতিবেদক: কোনরকম পূর্ব ঘোষনা ছাড়াই ভোর সকাল থেকে তীব্র গ্যাস সংকটে পড়েছে মুন্সিগঞ্জ শহর ও পৌরবাসী।

বেলা ১২টা’র দিকে শহরের দেওভোগ, কোর্টগাও, মালপাড়া, জগধ্বাত্রীপাড়া, ইসলামপুর ঘুড়ে দেখা গেছে এই চিত্র।

এমন অবস্থায় বিপদে পড়েছে গৃহিণীরা। তাদের অভিযোগ, প্রায় সময়ই এরকম হঠাত করে গ্যাস কমে যায়।  সকাল থেকে দুপুর ২টা-৩টা পর্যন্ত এই পরিস্থিতি নিয়মিত হয়ে দাঁড়িয়েছে।

অন্যদিকে এতে সবচেয়ে বেশি সমস্যায় পড়ে এখানকার ভাড়াটিয়ারা। কারন তাদের চূলা কম থাকে সেই তুলনায় রান্না’র চাহিদা বেশি থাকে।

মালপাড়া’র বাসিন্দা বেলি বেগম (৩৭) অামার বিক্রমপুর কে জানান, তিনি অাজ সকাল ৬টা থেকে ১১টা পর্যন্ত বসে থেকে শুধুমাত্র ভাত এবং তরকারি রান্না করেছেন। অার তার ভাড়াটিয়ারা কেউ কেউ গতকালকের রান্না করা খাবার খেয়েছেন। এসময় তিনি বলেন, রান্না করতে দেরি হওয়ায় অাজ তার স্কুলপড়ুয়া দুই মেয়েকে না খেয়ে স্কুলে যেতে হয়েছে।

ইসলামপুরে বসবাসরত পুলিশের এক কর্মকর্তা জানালেন গ্যাস কম থাকায় তারও না খেয়ে অাজ ডিউটিতে যোগ দিতে হয়েছে।

error: দুঃখিত!