৯ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শনিবার | রাত ১০:২৮
Search
Close this search box.
Search
Close this search box.
সংসদ সদস্য মৃণাল কান্তি দাসের মায়ের পরলোকগমন
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ২৪ ডিসেম্বর, ২০২২, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদ্য সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মৃণাল কান্তি দাসের মা গীতা রাণী দাস (৮৬) পরলোকগমন করেছেন।

আজ শনিবার বিকাল ৩ টা ৪২ মিনিটের দিকে ঢাকার পপুলার মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে দীর্ঘদিন যাবৎ চিকিৎসাধীন ছিলেন।

সংসদ সদস্যের ভাতিজা আপন দাস এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আগামীকাল দুপুর ১২ টা’য় মুন্সিগঞ্জ কেন্দ্রীয় শশ্মানে তার শেষকৃত্য সম্পন্ন হবে।

তিনি ৩ ছেলে ও ১ মেয়ের জনক। মৃত্যুকালে তিনি অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

 

error: দুঃখিত!