২২শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
শনিবার | বিকাল ৩:৪৯
শ্রীনগরে মোটরসাইকেল চুরির মামলায় ছাত্রলীগ নেতা গ্রেফতার
খবরটি শেয়ার করুন:

ঢাকার গুলশান থানার একটি মোটরসাইকেল চুরির মামলায় শ্রীনগর কলেজ ছাত্রলীগের এমপি সমর্থিত গ্রুপের সভাপতি পাভেল মোল্লাকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানায়, রবিবার বিকাল চারটার দিকে উপজেলার বেজগাও এলাকা থেকে গুলশান থানার এসআই জয়নাল আবেদীন তাকে গ্রেপ্তার করে শ্রীনগর থানায় নিয়ে আসে। সেখানে পাভেল স্বীকার করে চোরাই মোটরসাইকেলটি সে দেড় লাখ টাকায় বেজগাও এলাকার এক যুবকের কাছে বিক্রি করেছে।

গুলশান থানার অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম জানান, গুলশান থানার একটি মোটরসাইকেল চুরির মামলায় পুলিশ মোবাইল ফোন কল লিষ্টের সূত্রধরে পাভেলকে গ্রেপ্তার করে। এসআই জয়নাল আবেদীন জানান, তাৎক্ষনিক ভাবে মোটরসাইকেলটি উদ্ধার করা সম্ভব হয়নি। তবে তা উদ্ধারের চেষ্টা চলছে।

error: দুঃখিত!