২২শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
শনিবার | দুপুর ২:৫৪
শ্রীনগরে বিদ্যালয়ের সামনে অটোরিক্সা স্ট্যান্ড; শিক্ষার্থীসহ পথচারীদের দুর্ভোগ
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ ২১ অক্টোবর, ২০১৯, শ্রীনগর প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের শ্রীনগর সরকারি সুফিয়া এ হাই খান বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে অটোরিক্সা স্ট্যান্ড থাকার কারণে ছাত্র-ছাত্রীসহ পথচারীদের জনদুর্ভোগ এখন নিত্যদিনের ব্যাপার।

উপজেলা আইন-শৃংখলা কমিটির একাধিক সভায় এবিষয়ে গুরুত্বের সাথে আলোচনায় উঠে আসলে স্থানীয় এমপি, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাবেক ইউএনও সংশ্লিষ্ট কর্মকর্তাদের ২৪ ঘন্টার মধ্যে অটোরিক্সা স্ট্যান্ড সরানোর জন্য নির্দেশ দিলেও এখনও সরানো হয়নি অটোরিক্সা স্ট্যান্ড!

শ্রীনগর বাজার যুবলীগ কার্যালয় থেকে প্রায় ৩০০-৪০০ ফুট দুরত্বে অবস্থিত সরকারি শিক্ষাপ্রতিষ্ঠান পর্যন্ত ব্যস্ততম ওই স্থানে এলোমেলোভাবে অটোরিক্সা রাখার কারণে জ্যামে আটকা পড়তে হয় শিক্ষার্থীসহ পথচারীদের। এই জ্যাম ২০-৩০ মিনিট পর্যন্ত লেগে থাকতে দেখা গেছে।

অন্যদিকে বিদ্যালয়ের মূল ফটকের সামনে বাজারের সব ময়লা আবর্জনা ফেলে ময়লার ভাগাড় বানিয়ে রাখা হয়েছে। মাঝেমধ্যে আগুনে ভাগাড়ের ময়লা আবর্জনা পুরানো হয়। এতে করে বিষাক্ত ধোয়ায় বিদ্যালয়সহ পুরো এলাকায় ছড়িয়ে পড়ে।

গত ১৪ তারিখের আইন-শৃংখলা সভায় গুরুত্বে সাথে আলোচনায় উঠে আসলে উপস্থিত বক্তারা বলেন, বিদ্যালয়ের সামনে অটোরিক্সার স্ট্যান্ড দিয়ে একটি মহল চাঁদা আদায় করছে। তাই তাদের সড়ানো সম্ভব হচ্ছেনা।

একজন বলেন, শ্রীনগর বাজারের আশেপাশে এমন অটোরিক্সার স্ট্যান্ড দিয়ে মাসে কয়েক লাখ টাকা চাঁদা আদায় করা হচ্ছে।

এসময় উপজেলা আইন-শৃংখলা কমিটির সভায় উপস্থিত শ্রীনগর থানার ওসি তদন্ত মো. হেলালউদ্দিন ও স্থানীয় চেয়ারম্যান হাজী মোখলেছুর রহমানকে বিষয়টি দেখতে বলা হলেও কোনও কাজে আসছেনা।

স্থানীয় ও বিদ্যালয় সূত্রে জানা যায়, একটি গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠানের সামনে এভাবে কোনও যানবাহনের স্ট্যান্ড বানানো ঠিক হয়নি। মাঝেমধ্যেই অটোরিক্সার ধাক্কায় শিক্ষার্থীসহ পথচারীরা আহত হচ্ছেন। গত কয়েকদিন আগে অটোর ধাক্কায় ওই বিদ্যালয়ের এক ছাত্রীর হাত ভেঁঙে যায়। মাঝেমধ্যেই এমন ঘটনায় অনেকেই আহত হচ্ছেন। অন্যদিকে শ্রীনগর বাজার ব্যবসায়ীরা ময়লা আবর্জনা ফেলে বিদ্যালয়ের সামনে একটি ময়লার ভাগাড় বানিয়ে রেখেছেন। ওই ভাগার থেকে প্রচুর দুর্গন্ধ আসে। এতে করে স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে শিক্ষার্থীসহ পথচারীরা। শ্রীনগর ফায়ার সার্ভিস সূত্রে জানাযায়, কিছুদিন আগে ওই রাস্তা দিয়ে পেশাগত কাজে ফায়ার সার্ভিসের গাড়ি জ্যামের কারণে আটকা পরে যায়। রাস্তায় অটোরিক্সা, মিষ্টির দোকানসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের মালামাল বাহিরে রাখার কারণে ফায়ার সার্ভিসের এক কর্মী দুর্ঘটনার স্বীকার হন।

নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র জানায়, অটোরিক্সা প্রতি দৈনিক ২০-৩০ টাকা করে দিতে হয় লাইন ম্যানকে। শ্রীনগর বাজার ও এর আশপাশে যত্রতত্র বেশ কয়েকটি অটোরিক্সার স্ট্যান্ড রয়েছে।

শ্রীনগর ইউনিয়ন (সদর) পরিষদের চেয়ারম্যান হাজ্বী মোখলেছুর রহমানের কাছে এবিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এখান থেকে অটোরিক্সার স্ট্যান্ড সড়াতে কিছুদিন সময় লাগবে। অটোরিক্সার স্ট্যান্ড অন্যত্র ব্যবস্থা করে দেয়ার চেষ্টা চলছে। অটোরিক্সার স্ট্যান্ড থেকে চাঁদা আদায় করা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এবিষয়ে আমার জানা নেই। তবে কেউ এমনটা করে থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

error: দুঃখিত!