মুন্সিগঞ্জ, ১৯ জুলাই, ২০২০, আমিনুল ইসলাম মাছুম (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের শ্রীনগরে বন্যা কবলিত ভাগ্যকুল ও বাঘড়া এলাকা পরিদর্শন করেছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মসিউর রহমান মামুন।
রোববার (১৯ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থান পরির্দশনকালে পানিবন্দী মানুষের সাথে কথা বলেন ও নগদ আর্থিক সহযোগিতা করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন ভাগ্যকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মনোয়ার হোসেন শাহাদাত, বাঘড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূরুল ইসলাম, মুন্সিগঞ্জ জেলা যুবলীগের সহ-সভাপতি স্বপন রায়, শ্রীনগর উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন প্যারট প্রমুখ।
উল্লেখ্য, পদ্মা নদীর তীরবর্তী বাঘড়া ও ভাগ্যকুলসহ বিভিন্ন স্থানে হঠাৎ বন্যার পানি ঢুকে পরলে প্রায় দুই হাজার পরিবার পানিবন্দী হয়ে পরে। এতে করে বন্যা কবলিত এলাকায় হাজার হাজার মানুষ চরম দুর্ভোগে পরেন।