মুন্সিগঞ্জের শ্রীনগরে ১৯০ পিচ ইয়াবাসহ র্যাবের হাতে আটক একটি হত্যা মামলার সন্দেহ ভাজন আসামী থানা হাজত থেকে পালিয়ে যাওয়া পারভেজ ও সাখাকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুর দুইটায় র্যাব পুলিশের যৌথ অভিযানে সাখাকে লৌহজংয়ের মামুদ পট্টি এলাক হতে গ্রেফতার করা হয়।
এর পূর্বে র্যাব-১১ শুক্রবার রাত পৌনে ১০ টার দিকে শ্রীনগর থানার কয়কীত্তন এলাকা থেকে ১৯০ পিচ ইয়াবা সহ সেলামতি গ্রামের আব্বাস মাঝির ছেলে মোঃ পারভেজ মাঝি ওরফে সাখাকে (৩১) গ্রেফতার করে।
র্যাব সাখার বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে তাকে শ্রীনগর থানায় সোপর্দ করে।
সাখা রাঢ়িখালের মেরিন হত্যা মামলার সন্দেহ ভাজন আসামী হওয়ায় পরের দিন শনিবার সকাল সাড়ে আটটার দিকে শ্রীনগর থানার ডিউটি অফিসার এসআই নাসির তাকে জিজ্ঞাসা বাদের জন্য থানা হাজত থেকে বের করে আনেন। এ সময় অসাবধানতার কারণে সকলের নজর এড়িয়ে সাখা পালিয়ে যায়।
ঘটনার পরপরই মুন্সিগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম পিপিএম শ্রীনগর থানা পরিদর্শনে আসেন। পরে শ্রীনগর থানার এসআই নাসিরসহ এক পুলিশ কনস্টেবলকে পুলিশ লাইনে ক্লোজড করার নির্দেশ দেন।
র্যাব-১১ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মুন্সিগঞ্জ র্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার ও পরিচালক মো. নাহিদ হাসান জনি জানান ও শ্রীনগর থানার ওসি (আপারেশন) হুমায়ূন কবীরের নের্তৃত্বে একটি যৌথ দল লৌহজং উপজেলার মেদিনী মন্ডল ইউনিয়নের মামুদ পট্টিতে অভিযান চালায়। এ সময় সাখাকে মামুদ পট্টি কমিউনিটি ক্লিনিকের সামন হতে গ্রেফতার করা হয়। সে শ্রীনগর উপজেলার সেলামতি গ্রামের আব্বাস মাঝির ছেলে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।