মুন্সিগঞ্জ, ১২ ডিসেম্বর, ২০২০, শ্রীনগর প্রতিবেদক (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার কুকুটিয়া ইউনিয়ন যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকালে কুকুটিয়া বাজার বলুরমাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
কুকুটিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি শেখ আঃ হালিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান উজ্জলের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ মোঃ তোফাজ্জল হোসেন।
সম্মেলনের উদ্বোধন করেন উপজেলা যুবলীগের সভাপতি ফিরোজ আল মামুন ও প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন যুবলীগের সাধারণ সম্পাদক হাজী নেছার উল্লাহ সুজন।
এ সময় আরও বক্তব্য রাখেন উপজেলা আ.লীগের সহ সভাপতি সেলিম আহমেদ ভূইয়া, যুগ্ম সম্পাদক শেখ মোঃ আলমগীর, কেন্দ্রিয় স্বেচ্ছাসেক লীগের উপদেষ্টা গোলাম সারোয়ার খাঁন মামুন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জহিরুল হক নিশাত সিকদার,উপজেলা ভাইস চেয়ারম্যান ওয়াহিদুর রহমান জিঠু, কুকুটিয়া ইউপি চেয়ারম্যান মোঃ বাবুল হোসেন বাবু, তন্তর ইউপি চেয়ারম্যান জাকির হোসেন, উপজেলা শ্রমিকলীগের সভাপতি জাহাঙ্গির আলম জিকু, কুকুটিয়া ইউনিয়ন আ’লীগের সভাপতি রেজাউল করিম রেজা, সাধারণ সম্পাদক আক্তার হোসেন মিন্টু, তন্তর ইউনিয়ন আ’লীগের সভাপতি আজিজুল হক দুলাল, আটপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ ফিরোজ আলম, যুবলীগ নেতা আলহাজ মোঃ আবুল কালাম আজাদ, জসিম রহমান, কুদ্দুস মেম্বার প্রমুখ।