মুন্সিগঞ্জ ১৯ অক্টোবর, ২০১৯, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)
স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের জন্মদিনে মুন্সিগঞ্জে মাদরাসার শিক্ষার্থীদের নিয়ে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এসময় শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করা হয়।
শুক্রবার (১৮ অক্টোবর) মুন্সিগঞ্জ শহরের উত্তর ইসলামপুর ইশআততুস সুন্নাহ মাদ্রাসায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
এসময় দোয়া ও মিলাদ পরিচালনা করেন অত্র মাদরাসার মুহতামিম মাওলানা আজগর হোসাইন। আরও উপস্থিত ছিলেন মাদরাসার নায়েবী মুহতামিম মুফতি সানাউল্লাহ।
এসময় আরও উপস্থিত ছিলেন, জেলা ছাত্রলীগের সহ সভাপতি মাকসুদ হোসাইন, সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান সিজু, ছাত্রবৃত্তি বিষয়ক সম্পাদক হাসিব মোহাম্মদ রাফিউ, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক মোঃ শিপু, হরগঙ্গা কলেজ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রাব্বি, গজারিয়া উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি শাকিল আহমেদ, ছাত্রলীগ নেতা তানভিরুল ইসলাম শিহাব, সিয়াম রেজা, গাজী সৈকত, শান্ত তালুকদার প্রমুখ।
আয়োজকরা জানান, বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক ও মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য জননেতা মৃণাল কান্তি দাসের নির্দেশে ছাত্রলীগ এই কর্মসূচি পালন করে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট ভাই শেখ রাসেল ১৯৬৪ সালের ১৮ অক্টোবর ধানমন্ডির ঐতিহাসিক স্মৃতি বিজড়িত বঙ্গবন্ধু ভবনে জন্মগ্রহণ করেন।
১৯৭৫ সালের ১৫ আগস্ট ঘাতকদের নির্মম বুলেট থেকে রক্ষা পাননি শিশু শেখ রাসেল। বঙ্গবন্ধুর সাথে নরপিশাচরা নির্মমভাবে তাকেও হত্যা করেছিল। তিনি ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র ছিলেন।