মুন্সিগঞ্জ ২৫ সেপ্টেম্বর, ২০১৯, রুবেল ইসলাম তাহমিদ (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের শিমুলিয়া লঞ্চ টার্মিনালের লঞ্চ থেকে পদ্মা নদীতে পড়ে মোঃ দেলোয়ার হোসেন নামের এক হকার (৪০) নিখোঁজের ঘটনা ঘটেছে।
বুধবার সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। নিখোঁজ দেলোয়ার হোসেন মাওয়া এলালাকার মৃতু মোবারক হোসেনের ছেলে। এদিকে ঘটনার পরপরই উদ্ধার অভিযানে নামে স্থানীয় ডুবুরী দল।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে শিমুলিয়া থেকে ছেড়ে যাওয়া প্রস্তুুতি কালে কাঠালবাড়ি গামী লঞ্চ এমভি কান্দিপাড়া (৩) শিমুলিয়া লঞ্চ ঘাটে যাত্রী উঠতে নোঙ্গর করে। এসময় একই নৌ-পথগামী অপর আরো কয়েকটি লঞ্চ ঘাটে নোঙ্গর করার চেষ্টা করলে ধাক্কা লাগে কান্দিপাড়া (৩) সাথে। এসময় লঞ্চে থাকা ওই হকার পানিতে পড়ে যায়। ঘটনার পর পর আইনী জটিলতা এড়াতে কয়েকটি লঞ্চ দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে চলে যায়।
বিআইডব্লিউটি’র শিমুলিয়া নদীবন্দর কর্মকর্তা মোঃ শাহাদাত হোসেন জানান, ঘটনার পরপরই আমাদের স্থানীয় ডুবুরী দল ও নৌ পুলিশ উদ্ধার অভিযানে নেমেছে। নিখোঁজ হকারের লাশ উদ্ধার করা না হওয়া পর্যন্ত উদ্ধার অভিযান চলবে।