২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
বুধবার | রাত ১২:৫৭
শিমুলিয়া-কাওরাকান্দি রুটে ১৪ জুলাই থেকে ট্রাক পারাপার বন্ধ
খবরটি শেয়ার করুন:

শিমুলিয়া-কাওরাকান্দি নৌপথে ঈদে যাত্রীসেবা নিশ্চিত করতে আগামী ১৪ জুলাই (মঙ্গলবার) থেকে পণ্যবাহী ট্রাক পারাপার বন্ধের নির্দেশ দিয়েছে স্থানীয় প্রশাসন। একই সঙ্গে মুন্সীগঞ্জের ছনবাড়ী থেকে শিমুলিয়া ঘাট পর্যন্ত ১০ কিলোমিটার পথে বাস ঘোরানো (ইউ টার্ন) নিষিদ্ধ করা হয়েছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিঅাইডব্লিউটিএ) কার্যালয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ বি এম শওকত আলম মজুমদারের সভাপতিত্বে জেলা আইনশৃঙ্খলা কমিটির বিশেষ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

লৌহজংয়ের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. খালেকুজ্জামান জানান, ‘ঈদে দক্ষিণবঙ্গের যাত্রীদের নির্বিঘ্নে ফেরিসহ সকল নৌযান পারাপার, বাস চলাচল ও যাত্রীসেবা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যানজট এড়াতে আগামী ১৪ জুলাই থেকে ফেরিতে দূরপাল্লার পণ্যবাহী ট্রাকসহ সব ধরনের ট্রাক পারাপার বন্ধ রাখা হবে। অতিজরুরি ছাড়া কোনো ট্রাক পার হতে দেওয়া হবে না।’

‘এ ছাড়া ১০ কিলোমিটার দূরে শ্রীনগর উপজেলার ছনবাড়ীতে এসব ট্রাক আটকে দেওয়া হবে। তা ছাড়া ছনবাড়ী থেকে শিমুলিয়া ঘাট পর্যন্ত এ দীর্ঘপথে কোনো যাত্রীবাহী বাসকে পথের মধ্যে যাত্রী নামিয়ে দিয়ে ঢাকায় ফিরে যাওয়ার জন্য বাস ইউটার্ন বা ঘোরাতে দেওয়া হবে না। সব বাসকে ঘাটে গিয়ে ঘুরে ঢাকায় যেতে হবে, নতুবা ইউটার্নের ফলে রাস্তায় যানজট লেগে যায় এবং একই সঙ্গে যাত্রীদের দীর্ঘ পথ পায়ে হেটে ভোগান্তির শিকার হতে হয়।’

ইউএনও আরো জানান, পথে আইনশৃঙ্খলা রক্ষায় ২৫০ জন পুলিশ সদস্যের পাশাপাশি আনসার ও কমিউনিটি পুলিশ, স্কাউট ছাড়াও র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) সদস্যরা দায়িত্ব পালন করবেন।

error: দুঃখিত!