১৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
বুধবার | সকাল ৮:৫৩
শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে চলছে ৩ ফেরি
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ ১৩ অক্টোবর, ২০১৯, লৌহজং প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে ১৬টি ফেরির মধ্যে তিনটি ছোট ফেরি চলাচল করছে। পদ্মা নদীতে নাব্যতা সংকটের কারণে গেল কয়েকদিন ধরেই ব্যাহত হচ্ছে ফেরি চলাচল। শিমুলিয়া ঘাটে পারের অপেক্ষায় আটকে আছে পাঁচ শতাধিক যানবাহন।

রোববার (১৩ অক্টোবর) দুপুর ২টার দিকে রো রো ও ডাম্প ফেরি চলাচল বন্ধ রেখেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিসি)।

বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের উপ-মহাব্যবস্থাপক নাসির মোহাম্মদ চৌধুরী জানান, নাব্যতা সংকটের কারণে ১৬টি ফেরির মধ্যে তিন ছোট ফেরি কুমিল্লা, কাকলী ও ফরিদপুর চলাচল করছে। চ্যানেলে ফেরি চলাচলের উপযোগী গভীরতা নেই। আবার যেই তিনটি ফেরি চলছে, যেকোনো সময় তা বন্ধ হয়ে যেতে পারে। কম লোড নিয়ে ফেরিগুলো ঘাট ছেড়ে যাচ্ছে। চ্যানেলে পর্যাপ্ত পানি না থাকায় বাধ্য হয়ে রো রো ও ডাম্প ফেরি চলাচল বন্ধ রাখতে হয়েছে।

শিমুলিয়া ঘাটে পাঁচ শতাধিক যানবাহন পারের অপেক্ষায় আটকে আছে। এসব যানবাহনের মধ্যে অল্পকিছু যাত্রীবাহী বাস ও প্রাইভেটকার ছাড়া সবই পণ্যবাহী ট্রাক বলেও জানান ওই কর্মকর্তা।

শিমুলিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক সাফায়েত আহমেদ জানান, বড় ফেরি বন্ধের কারণে ভারী গাড়িগুলো ফেরিতে উঠতে পারছে না। ফলে ঘাটে গাড়ির দীর্ঘ লাইন।

error: দুঃখিত!