৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
রবিবার | সকাল ৬:৪৩
Search
Close this search box.
Search
Close this search box.
শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার দাবিতে মুন্সিগঞ্জে ইসলামী আন্দোলনের মানববন্ধন
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ৩ জুন, ২০২১, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)

দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার দাবিতে মুন্সিগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ (চরমোনাই)।

আজ বৃহস্পতিবার (৩ জুন) সকালে মুন্সিগঞ্জ প্রেসক্লাবের সামনের সড়কে ইসলামী আন্দোলন মুন্সিগঞ্জ এই মানববন্ধন কর্মসূচি পালন করে।

মানববন্ধনে বক্তারা বলেন, কওমী মাদরাসা সহ দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে হবে। নাহলে অনেক শিক্ষার্থী ঝড়ে পরবে। তারা বলেন, এখন যারা অটো পাশ পাচ্ছে এরা ভবিষৎয়ে ডাক্তার হলে এদের কাছে রোগী গেলে এমনিতেই মারা যাবে। যারা ইঞ্জিনিয়ার হবে তাদের দিয়ে বিল্ডিং বানালে সেই বিল্ডিং কয়দিন পরে ভেঙে পড়বে। এভাবে লেখাপড়া ছাড়া যদি কেউ অর্থনীতিবীদ হয় এদেশের অর্থনীতি ভেঙে পড়বে। এজন্য সরকারের কাছে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার জোড় দাবি জানান তারা।

মানববন্ধনে অংশ নেন ইসলামী আন্দোলন মুন্সিগঞ্জের নেতাকর্মীরা অংশ নেন।

 

error: দুঃখিত!