১১ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
শুক্রবার | সকাল ১০:৪৯
Search
Close this search box.
Search
Close this search box.
শ্রীনগরের পদ্মা নদীর তীরবর্তী বেড়িবাঁধটি হুমকির মুখে
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ৩ জুন, ২০২১, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার ভাগ্যকুল বাজার সংলগ্ন পদ্মা নদীর তীরবর্তী বালাশুর-ভাগ্যকুল-যশলদিয়া-মাওয়া বেড়িবাঁধটি হুমকির মুখে রয়েছে । সামান্য বৃষ্টিতে বাঁধের কিছু কিছু অংশে ভাঙ্গন দেখা দিয়েছে।

বন্যা শুরুর আগেই বাধটি মেরামতের উদ্যোগ গ্রহণ না করলে রাস্তাটি ভেঙ্গে বড় ধরনের ক্ষতি হয়ে যেতে পারে এ আশঙ্কায় আতঙ্কিত রয়েছেন  এলাকাবাসী।

সরেজমিনে ভাগ্যকুল বেড়িবাঁধ এলাকা ঘুরে দেখা যায়, সামান্য বৃষ্টিতে বেড়িবাঁধটির বিভিন্ন স্থানের মাটি সরে গিয়ে গর্তের সৃষ্টি হয়েছে। এভাবে গর্ত হতে থাকলে রাস্তা ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বর্ষার মৌসুমে শক্তিশালী বাঁধ না থাকলে তা ভেঙ্গে গিয়ে বন্যার পানিতে প্লাবিত হতে পারে ভাগ্যকুলসহ আশা পাশের কয়েকটি ইউনিয়ন।

স্থানীয় বীর মুক্তিযোদ্ধা শামসুজ্জামান মুন্সী জানান, প্রতিবছর বর্ষার মৌসুমে এখানে ভাঙ্গনের সৃষ্টি হয় আবার মেরামত ও করা হয়। যদি বর্ষা মৌসুম শুরুর আগে ব্লক দিয়ে শক্তিশালী করে বাঁধ টি নির্মাণ করা হয় তাহলে খুব ভালো হত।স্থানীয় ইউপি সদস্য নাজিম সরদার জানান, প্রতি বছর বর্ষা মৌসুমে ভাঙ্গন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয় ঠিকই। কিন্তু বর্ষার আগে বেড়িবাধঁটি শক্তভাবে নির্মাণ করা হলে এলাকাবাসীর ভোগান্তি কমতো।

এ বিষয়ে জানতে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড প্রশিক্ষণ ইনস্টিটিউট ভাগ্যকুল, শ্রীনগর শাখার ঊর্ধ্বতন হিসাব সহকারী সাজ্জাদ হোসেন এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, তাদের এখানে শুধু ট্রেনিং করানো হয়। বাঁধ মেরামতের বিষয় তারা কিছু বলতে পারছেন না।

error: দুঃখিত!