৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
বুধবার | রাত ৮:২৮
লৌহজংয়ে গ্রাম রক্ষার্থে বিক্ষোভ ও মানববন্ধন
খবরটি শেয়ার করুন:

ড্রেজার দিয়ে অবৈধভাবে তালতলা-ডহুরী খালের মাটি কাটার ফলে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার কাজীরগাঁও এলাকায় ব্যাপক ভাঙন দেখা দিয়েছে। এতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, মসজিদ, গোরস্তান, যোগাযোগের প্রধান সড়ক, কয়েকশত বসত ঘর, বিস্তীর্ণ ফসলী জমি হুমকির মুখে পড়েছে। একটি প্রভাবশালী চক্র কোন অনুমতি ছাড়াই যত্রতত্র খাল থেকে মাটি কেটে নিয়ে যাচ্ছে বলে গ্রামবাসীর অভিযোগ।

গ্রামবাসী জানান, তালতলা-ডহুরী খালের অপর পাড়ে টঙ্গীবাড়ী উপজেলার আড়িয়ল বালিগাঁওয়ের সাবেক চেয়ারম্যান জুলহাস বেপারী, কাইয়ুম মাঝি-মিজান সিন্ডিকেট এই মাটি কাটার সঙ্গে জড়িত। মাস খানেক ধরে এই অঞ্চলে মাটি কাটা শুরু করে। যত্রতত্র মাটি কাটার ফলে কাজীরগাঁওসহ পশ্ববর্তী ক্ষেতেরপাড়া, চাষি বালিগাঁও, ইসলামপুর, গোয়ারা হুমকির মুখে রয়েছে। এর মধ্যে কাজীরগাঁওয়ের শিকদার বাড়ির অধিকাংশ খালের পানিতে তুলিয়ে গেছে। খালের উপড়ে বালিগাঁও-লৌহজং সড়ক সংযোগের গুরুত্বপূর্ণ বেইলি ব্রিজটিও হুমকির মুখে পড়ার আশঙ্কা সৃষ্টি হয়েছে।
এদিকে, মাটিকাটা বন্ধসহ গ্রাম রক্ষার জন্য আন্দোলনে নেমেছে গ্রামবাসী। আজ বুধবার বেলা সাড়ে ১১ টার দিকে গ্রামবাসী খালের পাড়ে ভাঙন কবলিত এলাকায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসুচী পালন করে। এ পরে গ্রামবাসীর পক্ষ থেকে গ্রাম রক্ষা কমিটির আহ্বায়ক মো. সাহাবুদ্দিন স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে অভিযোগ দায়ের করেন।

সূত্রঃ রামপাল নিউজ

error: দুঃখিত!