৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
রবিবার | সকাল ৬:৫৮
Search
Close this search box.
Search
Close this search box.
লৌহজংয়ে ইউপি নির্বাচনে নৌকা ৬, স্বতন্ত্র ৩ প্রার্থী জয়ী
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ২৭ ডিসেম্বর, ২০২১, বিশেষ প্রতিনিধি (আমার বিক্রমপুর)

চতুর্থ ধাপের ইউপি নির্বাচনে মুন্সিগঞ্জের লৌহজং ‍উপজেলার ৯ ইউপির মধ্যে আওয়ামী লীগের ৬ জন ও স্বতন্ত্র হিসেবে নির্বাচন করে ৩ জন বিজয়ী হয়েছেন। এর মধ্যে ৪টি ইউনিয়নে নৌকা প্রতীকের ৪ জন প্রার্থী আগেই বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছেন।
গতকাল রোববার (২৬ ‍ডিসেম্বর) সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ব্যালটেপেপার পদ্ধতিতে উপজেলার ৯ ইউনিয়নের ৮১টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
এই নির্বাচনে বেসরকারিভাবে নির্বাচিতরা হলেন- কনকসার ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী বিদুৎ আলম মোড়ল, বেজগাঁও ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী  ফারুক ইকবাল মৃধা, বৌলতলী ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান আবদুল মালেক শিকদার, খিদিরপাড়া ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী আবুল কালাম আজাদ, কলমা ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আবদুল মোতালেব শেখ চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। বিনাপ্রতিদ্বন্দিতায় মেদিনী মন্ডল, কুমারভোগ, হলদিয়া ও গাওদিয়া ইউনিয়নে আগেই ৪ জন নির্বাচিত হন।
কনকসার ইউনিয়নে বিজয়ী স্বতন্ত্র প্রার্থী বিদ্যুৎ আলম মোড়ল আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ৭,১২৮ ভোট; নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী মেহেদী হাসান নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ৩,৩৪২ ভোট। বেজগাঁও ইউনিয়নে বিজয়ী আওয়ামী লীগের প্রার্থী ফারুক ইকবাল মৃধা পেয়েছেন ৭,১২১ ভোট; নিকটতম প্রতিদ্বন্দ্বী ঘোড়া প্রতীক নিয়ে আলী মাহমুদ জনি পেয়েছেন ২,২৩৪ ভোট। বৌলতলী ইউনিয়নে বিজয়ী আবদুল মালেক শিকদার আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ৪,৯১৭ ভোট; নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের তোফাজ্জল হোসেন পেয়েছেন ৩,২৪৪ ভোট। খিদিরপাড়া ইউনিয়নে বিজয়ী আওয়ামী লীগের প্রার্থী আবুল কালাম আজাদ পেয়েছেন ৫,৯৪৬ ভোট; নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী শাহনেওয়াজ মৃধা আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ৫,৬৯৬ ভোট। কলমা ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মোতালেব হোসেন শেখ আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ৬,১৮৩ ভোট;
নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী আমিনুল ইসলাম ফকির সাগর নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ৪,৮৯৭ ভোট।
error: দুঃখিত!