৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
বুধবার | সন্ধ্যা ৬:৩০
লৌহজংয়ে পুলিশি বাধায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী’র কর্মসূচি পন্ড
খবরটি শেয়ার করুন:

মুন্সীগঞ্জের লৌহজংয়ে পুলিশি বাধায় পণ্ড হয়ে গেছে যুবদলের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান। গতকাল মঙ্গলবার বিকেলে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বিএনপির কার্যনির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও যুবদলের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ সভাপতি অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ।

নেতাকর্মীরা জানায়, পুলিশি বাধার কারণে আব্দুস সালাম ঘোড়দৌড় বাজার বিএনপি কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানস্থলে প্রবেশ করতে পারেননি। পুলিশ দলীয় নেতাকর্মীদের বের করে দিয়ে কার্যালয়ে তালা ঝুলিয়ে দিয়েছে।

এ ব্যাপারে লৌহজং থানার দ্বিতীয় শীর্ষ কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) হাফিজুর রহমান বলেন, ‘অনুষ্ঠান পালনে কোনো বাধা দেওয়া হয়নি। শান্তি-শৃঙ্খলা রক্ষায় পুলিশ সেখানে উপস্থিত হলে বিএনপি নেতাকর্মীরা গ্রেপ্তার হওয়ার ভয়ে পালিয়ে যায়। কারণ তাদের অনেকের বিরুদ্ধে লৌহজং থানায় গাড়ি পোড়ানো ও নাশকতার মামলা রয়েছে।’

error: দুঃখিত!