৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
বুধবার | সন্ধ্যা ৭:৫২
রুবেল এবার ‘বীর বাঙালি’
খবরটি শেয়ার করুন:

আগামী মার্চের শেষের দিকে শুরু হতে যাচ্ছে মিজানুর রহমান শামীমের পরিচালনায় ‘বীর বাঙালি’ চলচ্চিত্রের শুটিং। এতে অভিনয় করবেন জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা রুবেল। এরইমধ্যে ছবিটির গল্প লেখার কাজ শেষ করেছেন পরিচালক নিজেই। পরিচালকের বাবা পাবনার বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা তোরাব আলী মন্ডলের জীবনে ঘটে যাওয়া কাহিনী নিয়ে শামীম নির্মাণ করতে চলেছেন ছবিটি। তার বাবা দেশের জন্য যেভাবে একাত্তরের যুদ্ধে পাকসেনাদের মোকাবেলা করেছেন সেটাই তুলে ধরবেন এতে।

শামীম বলেন, ‘রুবেল ভাইয়ের জন্মদিনে ‘বীর বাঙালি’ ছবির ঘোষণা দিয়েছে। ইতিমধ্যে রুবেল ভাইকে চুক্তিবদ্ধ করেছি। অবশেষে আগামী মার্চের শেষেরদিকে ছবিটির শুটিং শুরু করতে যাচ্ছি।’

যেখানে যেখানে শামীমের বাবা বীর মুক্তিযোদ্ধা তোরাব আলী মন্ডল পাক সেনাদের মোকাবেলা করেছেন ছবির ক্যামেরায় উঠে আসবে ওই সব লোকেশন। এর বেশির ভাগ শুটিংই হবে পাবনাতে। এছাড়াও ঢাকা এবং বান্দরবানের বিভিন্ন লোকেশনে হবে গানের শুটিং। ছবিটিতে গান থাকবে মোট পাঁচটা। এরমধ্যে চারটা থাকবে দেশাত্ববোধক গান। একটি গান থাকছে রোমান্টিক।

শামীমের নিজের লেখা ‘পদ্মা, মেঘনা, যমুনা, সুরমা করিতেছে চিৎকার/ লাশের গন্ধে ওদের বুকেও উঠেছে হাহাকার/ তোরা হায়না তোরা হিংস্র জানোয়ার/ বীর বাঙালি সইবেনা তো তোদের অত্যাচার’ কথার একটি গানের রেকর্ডিং হবে শুটিংয়ের আগে। গানটিতে কন্ঠ দেবেন ফকির শাহাবুদ্দিন।

রুবেল ছাড়া এতে আরো অভিনয় করবেন সুব্রত, আমির শিরাজী, ডাঃ এজাজ, শতাব্দী ওয়াদুদসহ অনেকে।

error: দুঃখিত!