‘অ্যাকশন হিরো’ হিসেবে সর্বাধিক ব্যবসাসফল ছবি উপহার দেওয়া নায়ক রুবেলের জন্য ছবি পরিচালনা প্রথম নয়। এর আগে ডজনখানেক ছবি পরিচালনা করলেও ‘নন্দিনী’ দিয়ে অর্ধযুগেরও বেশি সময় পরে পরিচালনায় ফিরছেন এ নায়ক।
ছবিটির গল্প নারীপ্রধান। নায়িকা থাকবেন পাঁচজন। আগামী মাস থেকেই ছবির শুটিং শুরু হচ্ছে। ছবিটিতে একটি বিশেষ চরিত্রেও দেখা যাবে রুবেলকে।
উল্লেখ্য, রুবেল ১৯৮৫ সালে শহীদুল ইসলাম খোকনের পরিচালনায় চলচ্চিত্রে নায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন। পরবর্তীতে ‘মায়ের জন্য যুদ্ধ’ ছবির মধ্য দিয়ে পরিচালকের খাতায় নাম লেখান ২০০ এর বেশি ছবির এ অভিনেতা। তার পরিচালনায় উল্লেখযোগ্য ছবি হচ্ছে- বিচ্ছু বাহিনী, টনের্ডো কামাল, প্রবেশ নিষেধ ইত্যাদি।