শিহাব অাহমেদঃ স্বতন্ত্র প্রার্থীর বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা ও নির্বাচনী প্রচারণায় বাধার অভিযোগ এনে সংবাদ সম্মেলন করে রামপাল ইউনিয়নের আওয়ামী লীগ মনোনিত চেয়ারম্যান প্রার্থী মোশাররফ হোসেন মোল্লা দাবী করেছেন, স্থানীয় একটি অনলাইন পত্রিকা তার বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রচার করছে, যা খুবই দুঃখজনক।
তিনি এসময় অাক্ষেপের সুরে বলেন, আমি অনুরোধ করে বলতে চাই, অনুসন্ধান করে নিউজ প্রচার করলে সবার জন্য মঙ্গল হয়।
এ সময় তার প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র (আনারস) প্রার্থী বাচ্চু শেখকে সন্ত্রাসী আখ্যায়িত করে মোশারফ হোসেন মোল্লা দীর্ঘ বক্তব্য দেন। প্রতীদ্বন্দী প্রার্থীর বিরুদ্ধে এভাবে বক্তব্য প্রদান করা ‘ইউপি নির্বাচন অাচরণ বিধী ২০১৬’ এর ১৮ (ক) অনুযায়ী অাচরণ বিধির লঙ্ঘন।
তিনি এসময় বলেন, বাচ্চু শেখ একজন কুখ্যাত ও শীর্ষ সন্ত্রাসী। সে কিভাবে এমন শান্তিপ্রিয় একটি ইউনিয়নের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে। তার হাতে রামপাল ও সদরের অনেক অাওয়ামীলীগ নেতা নির্যাতীত হয়েছে। অনেকের প্রাণও গেছে। শুধু মুন্সিগঞ্জেরই নয় বাংলাদেশের অনেক জায়গায় সন্ত্রাসী কার্যক্রমের অভিযোগে বাচ্চু শেখের বিরুদ্ধে মামলা রয়েছে।
মোশারফ মোল্লা এসময় অভিযোগ করে বলেন, এমন অবস্থায় বাচ্চুর ভয়ে আমার কোনো কর্মী সমর্থক বাড়ি থেকে বের হতে পারছে না। আমাকে সহ আমার পরিবারের সদস্যদের বিভিন্নভাবে হুমকি প্রদান করছে বাচ্চুর লোকজন। এ অবস্থায় আমার প্রচার প্রচারণায় ব্যঘাত ঘটছে। বিভিন্ন জায়গায় লোক দিয়ে আমার পোস্টার-ব্যানার ও ফেস্টুন সরিয়ে ফেলা হচ্ছে।
এসব অভিযোগের ব্যাপারে আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী বাচ্চু শেখ বলেন, রামপালের ৩৩ হাজার ভোটারের সিংহভাগই রয়েছেন আমার সঙ্গে। আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে উনি আবোল-তাবোল বকছেন। আমি মানুষের ভালোবাসায় নির্বাচন করছি, এটা কী আমার অপরাধ? তারা সকাল ১০টায় ভোট ডাকাতি করে নিয়ে যাওয়ার হুমকি দিচ্ছে। আমার লোকজনকে গণসংযোগে বাধা দিচ্ছে, সাঁটানো পোস্টার ছিঁড়ে ফেলছে।