মুন্সিগঞ্জ, ২০ সেপ্টেম্বর ২০২৪, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
আজ শুক্রবার রাত ৮ টা ১৫ মিনিটের পর থেকে ভোর ৫ টার মধ্যে মুন্সিগঞ্জ জেলার উপর দিয়ে বজ্রসহ বৃষ্টিপাতের পুর্বাভাস দিয়েছেন কানাডার সাসকাচোয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ে পিএইচডি গবেষক আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ।
তিনি তার স্বীকৃত ফেসবুক অ্যাকাউন্টে লিখেছেন- চট্টগ্রাম, বরিশাল, খুলনা ও ঢাকা বিভাগের বিভিন্ন জেলার উপরে দিয়ে তীব্র বজ্রপাত সহ মাঝারি থেকে ভারি বৃষ্টি অতিক্রম করার প্রবল আশংকা করা যাচ্ছে।
বৃষ্টিপাত অতিক্রমের সম্ভব্য জেলাসমূহ নিম্নরূপ:
ঢাকা বিভাগ: শরিয়তপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, মুন্সিগঞ্জ।
চট্টগ্রাম বিভাগ: নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, চাঁদপুর, কুমিল্লা দক্ষিণ, কক্সবাজার, বান্দরবন, রাঙ্গামাটি।
বরিশাল বিভাগ: সকল জেলা।
খুলনা বিভাগ: বাগেরহাট, খুলনা, নড়াইল।