১৮ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ
বুধবার | বিকাল ৫:৩০
ম্যাকবুক প্রো নিয়ে সতর্কবার্তা
খবরটি শেয়ার করুন:

ম্যাকবুক প্রো ল্যাপটপের সর্বশেষ মডেলের ফ্ল্যাশ স্টোরেজের দুর্বলতা নিয়ে ব্যবহারকারীদের সতর্ক করে দিয়েছে অ্যাপল। ওই দুর্বলতার কারণে ক্ষেত্র বিশেষে ব্যবহারকারীরা ডেটা করাপশনের শিকার হতে পারেন বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

ফ্ল্যাশ স্টোরেজের ওই সমস্যা সমাধানে ফার্মওয়্যার আপডেট ইসু করেছে মার্কিন টেক জায়ান্ট প্রতিষ্ঠানটি।

কয়েক হাজার ভুক্তভোগীর অভিযোগের মুখে ম্যাকবুক প্রো নিয়ে এই সতর্কবার্তা জানিয়েছে অ্যাপল।

প্রতিষ্ঠানটির বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, ১৫ ইঞ্চি ডিসপ্লে রেটিনা মডেলের ম্যাকবুক প্রোর ক্ষেত্রে ডেটা করাপশনের আশঙ্কা রয়েছে। ডেটা করাপশনের ফলে ল্যাপটপগুলোর স্ক্রিন জুড়ে দাগ ছড়িয়ে পড়ছে বলে জানিয়েছে বিবিসি। ওয়ারেন্টি শেষ হয়ে গেলে এই সমস্যা সমাধান করতে বেশ বড় অংকের খরচের আশঙ্কা করছেন ভুক্তভোগীরা– জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যমটি।

তবে ফার্মওয়্যার আপডেট দিয়েই সমস্যার সমাধাণ করা গেলে সমস্যাটি হয়তো আদৌ বড় কোনো ইসু নয় বলে মন্তব্য করেছেন গ্যাজেট বিষয়ক নিউজ সাইট ‘পকেট-লিন্ট’ প্রতিষ্ঠাতা স্টুয়ার্ট মাইলস।

বাজারে ম্যাকবুক প্রোর চলতি ১৫ইঞ্চির মডেলটি এখন পর্যন্ত সবচেয়ে পাতলা এবং হালকা। ১,৫৯৯ ডলার থেকে দাম শুরু ডিভাইসটির।