২৩শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
রবিবার | সকাল ৬:৫২
মোল্লাকান্দির ‘কিং’ র্যাবের জালে, ব্যাপক তান্ডব
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ৪ সেপ্টেম্বর, ২০১৯, বিশেষ প্রতিনিধি, (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের স্বঘোষিত ‘কিং’ ইউসুফ হাসান র্যাবের হাতে আটক হয়েছে। আটকের পর তাকে র্যাবের কাছ থেকে ছাড়িয়ে রাখতে সেখানে ব্যাপক তান্ডব চালিয়েছে তার অনুগত কর্মী-সমর্থকরা।

তারা এসময় র‍্যাবের গাড়ি ঘেরাও, বিক্ষোভ মিছিল ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে বলে জানা গেছে।

গতকাল মঙ্গলবার (৪ সেপ্টেম্বর) রাত ৮টা থেকে ১২ টা পর্যন্ত থেমে থেমে মোল্লাকান্দি ইউনিয়নের মহেশপুর গ্রামে এসব ঘটনা ঘটে।

এসময় স্থানীয় তরুণরা ফেইসবুকে লাইভে গিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর এই অভিযান সম্পর্কে সরাসরি বিভিন্ন মন্তব্য প্রচার করতে থাকে।

পরিস্থিতি সামাল দিতে জেলা পুলিশের কর্মকর্তারা সেখানে হাজির হয়।

ইউসুফ হাসান মূলত কাতারপ্রবাসী একজন ধনকুবের ব্যবসায়ী। যিনি বাংলাদেশে ফিরে এসে নিজের প্রভাব বিস্তার করতে বিভিন্ন কৌশল অবলম্বন করে বিপুল অর্থ বিনিয়োগ করেন।

তিনি স্থানীয়ভাবে আওয়ামী লীগের নেতা হিসেবে পরিচিত।

তবে দলীয় কোন পদে নেই ইউসুফ। বেশ কিছুদিন যাবৎ তিনি নিজেকে মোল্লাকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি প্রার্থী বলে প্রচার করছেন।

ইউসুফ হাসানের বিরুদ্ধে এযাবৎ ৫ টি মামলা রয়েছে। বেশিরভাগ মামলায় সে জামিনে রয়েছে।

error: দুঃখিত!