মুন্সিগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের চরডুমুরিয়া গ্রামে আজ মঙ্গলবার দিনভর বোমা বিস্ফোরণে একজন নিহতের গুজব ছড়িয়ে পড়ে।
ওই ইউনিয়নের নৌকা প্রতীকের প্রার্থীর সমর্থক মোহন মাদবরের বাড়িতে বোমা বানাতে গিয়ে বিস্ফোরণের গুঞ্জন চলে সারা দিন।
বিস্ফোরণে মোহনের ছেলে আকবর মাদবর (২৮) মারা গেছে বলে গুজব ছড়িয়ে পড়ে। গুজব হলেও খবরটি কানে এলে পুলিশও নড়েচড়ে বসে। চরডুমুরিয়া গ্রামের সর্বত্র তন্ন তন্ন করে বোমা বিস্ফোরণের আলামত খুঁজে বেড়ায় পুলিশ।
আগামী ২৮ মে মোল্লাকান্দি ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। নির্বাচনের কয়েকদিন আগে এ গুজব ছড়ানো হয়েছে।
আজ রাত সাড়ে ৮টার দিকে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইউনুচ আলী জানান, অতিরিক্ত পুলিশ সুপার শ্যামল হালিমের নেতৃত্বে একদল পুলিশ মোহন মাদবরের বাড়িঘরে ব্যাপক তল্লাশি চালায়। বন্ধ থাকা ঘরের তালা ভেঙে ভেতরে ঢোকে পুলিশ। তবু পুলিশ বোমা বিস্ফোরণের কোনো আলামত খুঁজে পায়নি ওই বাড়িতে। এমনকি মোহন মাদবরের ছেলে মারা গেছে-এমন তথ্যেরও কোনো সত্যতা পায়নি পুলিশ।
এ ব্যাপারে মোল্লাকান্দি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী রিপন পাটোয়ারী বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে তো কোনো আলামত পেল না। যে মারা গেছে বলা হচ্ছে সে এখন চরডুমুরিয়া বাজারে ফল বিক্রি করছেন। কোনো মিডিয়া এ রকম সংবাদ পরিবেশন করে থাকলে তাঁরা সাংবাদিক নন, সাংঘাতিক।
মোবাইল ফোনে কথা হলে রাত ৯টার দিকে আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী মহসীনা হক জানিয়েছেন, তিনিও খবরটি শুনেছেন। এ সময় তিনি বলেন, ঘটনা শুনতে পেলেও এমন কোনো ঘটনার সত্যতা পুলিশ খুঁজে পায়নি বলে তিনি জানেন।