মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে মুন্সীগঞ্জ শহরের সুপারমার্কেট এলাকায় ওষুধ বিক্রির তিনটি ফার্মেসিকে আর্থিক জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার বেলা সাড়ে ১২টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ফজলে অলির নেতৃত্বে শহরের সুপার মার্কেট এলাকায় এ অভিযান চালানো হয়।
এ সময় ভ্রাম্যমাণ আদালত মডার্ণ ক্লিনিকের সামনের ক্ল্যাসিক ফার্মেসিকে পাঁচ হাজার টাকা, এর পাশের সরকার ফার্মেসিকে দুই হাজার টাকা ও মুন্নি ফার্মেসিকে দুই হাজার টাকা জরিমানা করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ফজলে অলি জানান, এসব ফার্মেসি মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রি করছে। যেসব ওষুধ ফ্রিজে রাখা দরকার, তা রাখা হচ্ছে না। ব্যবসায়ীরা ফ্রিজ বন্ধ করে ওষুধ বিক্রি করছেন।
তবে ফার্মেসী মালিকরা বলছেন, শীতে এসব ঔষুধ ফ্রিজে না রাখলেও ভালো থাকে।