২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
রবিবার | রাত ৩:১৯
মুন্সীগঞ্জ সদরে অটোর চাকায় ওড়না পেচিয়ে গৃহবধূর মৃত্যু
খবরটি শেয়ার করুন:

মুন্সীগঞ্জের সদর উপজেলার মহাখালী ইউনিয়নের কেওয়ার এলাকায় ব্যাটারী চালিত অটোরিকশার চাকার সাথে ওড়না পেচিয়ে ঝিনুক বেগম (২২) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

সোমবার সকাল ১০ টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, নিহত গৃহবধূ মুন্সীগঞ্জ সদরের নয়াগাঁও এলাকার আব্দুল কাদেরের স্ত্রী। তার বাবার বাড়ি বড় কেওয়ার ঢালী বাড়ি এলাকায়। সকালে বাবার বাড়ি থেকে অটোরিকশা যোগে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ডাক্তার দেখাতে যাওয়ার পথে ওই গাড়ির চাকার সাথে ওড়না পেচিয়ে তার মৃত্যু হয়।

মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) ইউনুচ আলী ঘটনার সত্যতা স্বীকার করে জানান, গৃহবধূর মৃত দেহ তার শশুর বাড়ি নিয়ে গেছে। এবং সেখানে তার দাফনের প্রক্রিয়া চলছে।

error: দুঃখিত!