১২ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
বৃহস্পতিবার | দুপুর ১:৪৫
Search
Close this search box.
Search
Close this search box.
মুন্সীগঞ্জে শিক্ষক যাওয়ার পরপরই কক্ষে ঢুকে দরজা বন্ধ করে যৌন হয়রানীর চেষ্টা
খবরটি শেয়ার করুন:

গজারিয়া উপজেলার ভবেরচর ওয়াজের আলী উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর তিনজন ছাত্রীদের ইভটিজিংয়ের (যৌন হয়রানী) শিকার হয়েছে বলে এলাকাবাসীর অভিযোগ।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল ১০টায় ভবেরচর এলাকায় বাজার সংলগ্ন রহিম মিয়ার বাড়ীতে  একটি কক্ষে শিক্ষক মাসুম ১০ম শ্রেণীর ছাত্রীদের তিন জন কোচিং শেষ করে চলে যায়।

এ সময় ভবেরচর গ্রামের দেলোয়ার হোসেনের পুত্র একাধিক মামলার চিহ্নিত আসামী বখাটে কাপজাপ সুমন শিক্ষক যাওয়ার পরপরই কক্ষ ঢুকে দরজা বন্ধ করে যৌন হয়রানী চেষ্টা করে।

ঐ সময় ছাত্রীদের চিৎকারে এক পর্যায়ে স্থানীয় লোকজন ছুটে আসলে বখাটে তৎক্ষনে দৌড়ে পালিয়ে যায়।

নাম প্রকাশে অনুচ্ছিক অভিবাবক জানান, ইতিপূর্বে বহু অপকর্মের হোতা বখাটে কাপজাপ সুমন বিভিন্ন সময় স্কুল, কলেজ ও মাদ্রাসায় পড়ুয়া ছাত্রীরা যাওয়া আসার পথে এলাকার ছাত্রীদের বিভিন্নভাবে উত্তক্ত করে আসছে। মানসম্মানের ভয়ে বিষয়টি কাউকে জানায়নি।

error: দুঃখিত!