১৪ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
সোমবার | সকাল ১০:৫৮
Search
Close this search box.
Search
Close this search box.
মুন্সীগঞ্জে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
খবরটি শেয়ার করুন:

মুন্সীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৩৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।  শনিবার সকাল ১০ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত শহরস্থ জেলা বিএনপির দলীয় কার্যালয়ে জেলা যুবদলের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জেলা যুবদলের সাধারণ সম্পাদক সম্রাট ইকবাল হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপিতে জানান, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক এলজিআরডি উপমন্ত্রী, জেলা বিএনপির সভাপতি আলহাজ আবদুল হাই।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আজগর মল্লিক রিপন, সদর উপজেলা বিএনপির সভাপতি মহিউদ্দিন আহমেদ, জেলা বিএনপির সিনিয়র যুগ্ন-সম্পাদক আতোয়ার হোসেন বাবুল। জেলা যুবদলের সভাপতি কাউন্সিলর তারেক কাশেম খান ভিপি মুকুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সম্রাট ইকবাল হোসেনের পরিচালনায় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বিএনপি যুবদলের যুগ্ন-সম্পাদক মো. নিজাম উদ্দিন, শহর বিএনপির সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুল আজিম স্বপনসহ বিভিন্ন উপজেলা যুবদলের সভাপতি-সাধারণ সম্পাদকগণ। পরে কেক কেটে জম্মদিন পালন করা হয়।

এদিকে, শুক্রবার সন্ধ্যায় মুক্তারপুররে সদর উপজেলা বিএনপির কার্যালয়ে সদর উপজেলা যুবদলের উদ্যোগে প্রতিষ্ঠাবাষিকী পালন করা হয়। সদর উপজেলা যুবদলের সভাপতি মোহাম্মদ হোসেন পুস্তি, সাধারণ সম্পাদক শামসুল হক সরকার বক্তব্য রাখেন।

error: দুঃখিত!