মুন্সীগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়ন কমপ্লেক্স ভবনের একটি কক্ষে নতুন লাইব্রেরির যাত্রা শুরু হয়েছে। মঙ্গলবার ফিতা কেটে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. সাইফুল হাসান বাদল। একই সাথে ব্যতিক্রমী রিক্সা ভ্যানে ভ্রাম্যমান লাইব্রেরী চালু করা হয়।
ইউনিয়নটির চেয়ারম্যান মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে এই অনুষ্ঠানে আরও অংশ নেন ইউএনও সারাবান তাহুরা, ১২ ইউপি মেম্বার, ইউপি সচিব রেজাউল করিম তুহিন এবং নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ।
প্রায় ৬৮ হাজার বসতির এই ইউনিয়নটিতে জ্ঞান চর্চা বেগবান করতেই এই উদ্যোগ নেন জেলা প্রশাসক।