২রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
সোমবার | বিকাল ৫:০২
Search
Close this search box.
Search
Close this search box.
মুন্সীগঞ্জে নেতা হয়েই সাবেক নেতাকে জখম করলেন ছাত্রলীগ নেতা সৈকত
খবরটি শেয়ার করুন:

সিরাজদিখানে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে ৩ জন আহত হয়েছে। পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত রয়েছে। এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। গুরুতর আহত রবিন (২২) কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
অপর দুইজন কে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। ঘটনাটি ঘটেছে রবিবার দুপুরে সিরাজদিখান উপজেলার ঢাকা-মাওয়া মহাসড়কের নিমতলা শওকত মার্কেটের নিচে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ছাত্রলীগের লিটু গ্রুপের কয়েকজন সদস্য শওকত মার্কেটের নিচে দোকানে বসে গল্প করছিল।
এমন সময় সৈকত সহ ৮/১০ জনের একটি দল অতর্কিত হামলা চালালে লিটু গ্রুপের রবিন সহ ৩ জন আহত হয়। খবর পেয়ে লিটু গ্রুপ ৪০/৫০ জনের একটি দল ঘটনা স্থলের দিকে যায়। অপর দিকে সৈকত গ্রুপ ৫০/৬০ জনের একটি দল নিমতলার দিকে একত্রিত হয়। ২ গ্রুপ মুখোমুখি হওয়ার খবর পেয়ে সিরাজদিখান থানা পুলিশ ঘটনাস্থল এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে যে কোন মুহুর্তে বড় ধরনের সংঘর্ষ হতে পারে বলে এলাকাবাসী জানায়।
পুলিশ জানান, সকালে ছাত্রলীগের ২ গ্রুপের মধ্যে হাতাহাতি হয়। এ নিয়ে দুপুরে দুই গ্রুপ নিমতলায় জমায়েত হয়ে মুখোমুখি হওয়ার চেষ্টা করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

error: দুঃখিত!