শ্রীনগরে গভীর রাতে পরকীয়া প্রেমিকের হাত ধরে পালিয়ে যাওয়ার সময় প্রেমিকসহ পুলিশের কাছে আটক হয়েছে দশম শ্রেণীর এক ছাত্রী। গতকাল রাত ৩টার দিকে শ্রীনগর থানা পুলিশ ঢাকা-দোহার সড়কের কয়কীর্ত্তন এলাকা থেকে তাদের আটক করে থানায় নিয়ে আসে।
পুলিশ জানায়, রাত ৩টার দিকে টহল পুলিশ একটি প্রাইভেট কার গতি রোধ করে ঢাকার মিরপুরের ১ নম্বর ব্লকের এফএম ইন্টারন্যাশনাল স্কুলের দশম শ্রেণীর ছাত্রী উর্মী আক্তার সুরভী (১৬) ও তার প্রেমিক এক সন্তানের জনক সোহাগ হোসেন তানভীরকে (২৬) আটক করে। তারা ১৪নং ভাষানটেকের বাগানবাড়ী এলাকার একে অপরের প্রতিবেশী।
তানভীর বিবাহিত এবং তার সাত বছরের একটি কন্যা সন্তান রয়েছে। দেড় মাস আগে তাদের সঙ্গে পরকীয়া প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিষয়টি উর্মীর পরিবারে জানাজানি হলে গত ১ জানুয়ারি তাকে তাদের গ্রামের বাড়ি শ্রীনগর উপজেলার কয়কীর্ত্তন গ্রামে পাঠিয়ে দেয়া হয়। এরপর থেকে উর্মী আরও বেপরোয়া হয়ে ওঠে। শনিবার রাতে উর্মী তার প্রেমিক তানভীরকে মোবাইল ফোনে ডেকে আনে। পুলিশের হাতে আটক হওয়ার পর উর্মীর পরিবার থানায় মামলা দায়ের করে।