নিজস্ব প্রতিবেদক: মুন্সীগঞ্জ সদর উপজেলার বজ্রযোগনী গ্রামের জন্মস্থানে জ্ঞান তাপস অতীশ দীপঙ্করের নামে আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় নির্মিত হবে। সম্প্রতি মুন্সীগঞ্জের জেলা প্রশাসক এ সংক্রান্ত একটি অনুমতি পত্রের অনুলিপি পেয়েছেন বলে জানা গেছে। বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ ও মহাধ্যক্ষ ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহার এই বিশ্ববিদ্যালয়টি নির্মাণের উদ্যোগ নিয়েছে। আর এই বিশ্ববিদ্যালয় নির্মানের খবরে সভ্যতার জনপদ মুন্সীগঞ্জের সর্বমহলে আনন্দের বন্যা বইছে।
মুন্সীগঞ্জের জেলা প্রশাসক মো. সাইফুল হাসান বাদল সাংবাদিকদের জানান, অনুমতি পত্রের অনুলিপি পাওয়ার পর বিশ্ববিদ্যালয় নির্মানের জন্য ইতিমধ্যে ১০ একর জমি ক্রয়ের পক্রিয়া শুরু করা হয়েছে। তিনি জানান, পাবলিক পাটনারশীপ প্রজেক্টের (পিপিপি) মাধ্যমে মুন্সীগঞ্জের বজ্রযোগনীতে আর্ন্তজাতিক মানের একটি বিশ্ববিদ্যালয় নির্মানের জন্য শিক্ষা মন্ত্রনালয়ে উপ আনুষ্ঠানিক পত্র দেওয়া হয়েছিল। সেখানে চীন, মিয়ানমার, থাইল্যান্ড, জাপান ও সিঙ্গাপুরের বৌদ্ধ সম্প্রদায় আগ্রহ প্রকাশ করেন। এছাড়া এসব দেশের বৌদ্ধ সম্প্রদায়ের লোকজন বজ্রযোগনীতে অতীশ দীপঙ্করের জন্মভিটা পরিদর্শনকালে তারাও ইচ্ছা প্রকাশ করেছেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সম্প্রতি মুন্সীগঞ্জের বজ্রযোগনীতে অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয় করার অনুমোদন চেয়ে বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ ও মহাধ্যক্ষ ধম্ররাজিক বৌদ্ধ মহাবিহারের সভাপতি সংঘনায়ক শুদ্ধানন্দ মহাথেরো প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আবেদন করেন। এর প্রেক্ষিতে প্রধানমন্ত্রী বিশেষ বিবেচনায় বিশ্ববিদ্যালয় নির্মানের সম্মতি দিয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, জ্ঞান তাপস অতীশ দীপঙ্করের নামে আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় সম্পূর্ণ বেসরকারি উদ্যোগ ও অর্থায়নে নির্মিত হবে। নির্মিত এই বিশ্ববিদ্যলয়ে শিক্ষার্থীদের জন্য প্রথমে চারটি হল তৈরি করা হবে। হল গুলোর নাম হবে- অতীশ দীপঙ্কর হল, স্যার জগদীশ হল, হযরত শাহ জালাল (রহ) হল এবং শেখ হাসিনা হল।
এ প্রসঙ্গে সংঘনায়ক শুদ্ধানন্দ মহাথেরো সাংবাদিকদের জানান, জমি কেনার জন্য ১০ কোটি টাকার ফান্ড পাওয়া গেছে। জমি কেনার পর এবছরের মধ্যেই আশা করা যাচ্ছে নির্মাণ কাজ শুরু হবে।