মুন্সিগঞ্জ ১২ ডিসেম্বর, ২০১৯, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)
নানা কর্মসূচির মধ্য দিয়ে মুন্সিগঞ্জ হানাদার মুক্ত দিবস পালিত হয়েছে।
বুধবার (১২ ডিসেম্বর) সকালে এ উপলক্ষে জেলা মুক্তিযোদ্ধা সংসদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য বিজয় র্যালি শহর প্রদক্ষিণ করে। র্যালি শেষে মুক্তিযোদ্ধা সংসদ প্রাঙ্গণের প্রধান সড়কে আলাচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বেগম ফজিলাতুন নেসা ইন্দিরা এমপি।
জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদারের সভাপতিত্বে মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ও যুদ্ধকালীন বিএলএফ’র ঢাকা বিভাগীয় কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. মহিউদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত আইজিপি মাহবুব হোসেন বিপিএম পিপিএম (বার), মুন্সিগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আনিছ-উজ্জামান, সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ হোসেন বাবুলসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক, মুক্তিযোদ্ধা ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
এদিকে সন্ধ্যায় মুন্সিগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে নাটকসহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।